প্রায় সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এবং এর ভয়াবহতা নিয়ন্ত্রণে সব সিটি করপোরেশন ও পৌরসভাকে মশানাশক স্প্রে করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ আহ্বান জানান তিনি।


‘সবাই যদি সজাগ না হই তাহলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সারা দেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬০ ভাগ রোগীই ঢাকার। চলতি বছর ৫৭ জেলায় ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রায় ১২ হাজারের অধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’


‘ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়াসহ সারা দেশের হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। বহুতল ভবনে ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে।’

জুলাই থেকে আগস্ট পযর্ন্ত ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাই সজাগ না হলে পরিস্থিতি আরও ভয়াবহু হবে। যারা দ্বিতীয়বার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তারা বেশি ঝুঁকিতে মানে তাদের মৃত্যুহার বেশি। আমাদের প্রস্তুতি নেওয়া আছে। সব হাসপাতালেই ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। আমরা বলতে পারি চিকিৎসার কোনো সমস্যা হবে না।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সব সিটি করপোরেশন ও পৌরসভাকে মশানাশক স্প্রে করার আহ্বান জানান।