পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২৩ জন। রোববার বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত রয়টার্সকে বলেন, আত্মঘাতী বোমার কারণে বিস্ফোরণটি ঘটেছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে হামলার তদন্ত দাবি করেছেন।


দলের আরেক নেতা হামদুল্লাহ জানিয়েছেন, জেইউআই-এফ এর ওপর এটাই প্রথম হামলা নয়, এর আগেও তাদের ওপর এ ধরনের হামলা হয়েছে।

তিনি বলেছেন, ‘আমাদের কর্মীদের টার্গেট করার ঘটনা এর আগেও হয়েছে। আমরা পার্লামেন্টে এ নিয়ে আওয়াজ তুলেছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’