মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন পৃষ্ট পোষকায় ৩য় বারের মত সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট”২০২৩ইং এর প্রতিনিধি সভা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুনামেন্ট পরিচালনা কমিটি কো-চেয়ারম্যান দিদারুল আলম দিদার সভাপতিত্বে এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নিবাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম খেলোয়াড় সমিতি সভাপতি ডা নেছার উদ্দীন আহমেদ মন্জু, সিডিএফএ যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহেদ কো- চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম আফসার উদ্দিন, আমির হোসেন মানিক, আলোউদ্দীন ভূইয়া,মহসিন সাজু,মহসিন আলী বাদশা,সাইফুর রহমান রানা, সাইমন আহমেদ সাহেদ, রিজভী হাসান সানি,সোহেল খান, মোঃ ইসমাইল, নূর উদ্দীন, শহিদুল ইসলাম, মান্না,অনিক সহ অংশগ্রহণ কারী ১৬ দলের প্রতিনিধিগন।
উদ্ভোধনী খেলাই হাসনাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমী ফটিকছড়ি বনাম আব্দুল সাত্তার ফাউন্ডেশন পটিয়া মোকাবেলা করবে।
টুনামেন্ট থেকে হেলাল একাডেমি কে বহিষ্কার করা হয়ছে, বদলে নোয়াপাড়া লায়ন্স ক্লাব টুনামেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।