আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে রাউজানের ঐতিহ্যবাহী গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৯৮৭ ব‍্যাচ এর বন্ধু-বান্ধবীদের মিলনমেলা স্থানীয় কাচ্ছি এক্সপ্রেস রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। বিদ‍্যালয়ের প্রাক্তন ছাএ ক‍্যাপ্টেন মোহাম্মদ ইমরান কালাম চৌধুরীর সঞ্চালনায়  অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব‍্য রাখেন উওম তালুকদার , মোহাম্মাদ গফুর আহমেদ , নাজিম উদ্দিন তালুকদার. বাসুদেব সিংহ, মাসুদুর রহমান,মোহাম্মদ আবু জাফর চৌধুরী, মোহাম্মাদ হান্নান,মোজাহেদুল ইসলাম খান, জি এম খোরশেদ প্রমুখ । কবিতা আবৃতি করেন মোহাম্মাদ কায়চার আলম ।