বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধা বৃত্তি আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম শহরের ৫টি কেন্দ্র, কক্সবাজারের আনোয়ারা ও উখিয়ার একাধিক কেন্দ্রে শতাধিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।  উল্লেখ্য, এই মেধা বৃত্তি পরীক্ষা আজ সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। 

বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির কর্মকর্তারা কক্ষ পরিদর্শক,  অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।