গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছরের ন্যায় ২০২৩ সালের ১ জানুয়ারি দেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিয়েছেন। সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্যবই ১ জানুয়ারি ২০২৩ খ্রি. সকালে বিতরণ উৎসব করে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, উত্তরকাট্টলী আলহাজ¦ মোস্তফা-হাকিম কিন্ডার গার্টেন ও হাইস্কুল, নিউমনসুরাবাদ আলহাজ¦ মোস্তফা-হাকিম কিন্ডারগার্টেন স্কুল, দক্ষিণ সোনাইছড়ি আলহাজ¦ মোস্তফা-হাকিম প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি দিঘীনালা হোছনে আরা মনজুর বিদ্যানিকেতনে সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ উপলক্ষে ১ জানুয়ারি সকালে উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম। এতে অন্যদের মধ্যে অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল মাহফুজুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রিন্সিপাল বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, কাজী মাহবুবুর রহমান ও আবদুছ সাত্তার মজুমদার সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকবৃন্দ। বই বিতরণ উৎসবের প্রধান অতিথি আলহাজ¦ সাইফুল আলম শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার প্রাক্কালে বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার সুযোগ পাওয়ার পর থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ ও শিক্ষা উপবৃত্তি প্রদান সহ শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে জাতিকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে লেখাপড়ার মনোনিবেশের আহবান জানান।