বৃহস্পতিবার আমির-সোলায়মান ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা ইকবাল একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় রফিকুল ইসলাম তৈয়বীর সভাপতিত্বে ও শিক্ষক মুরাদুল ইসলামের সঞ্চালনায়।
    এতে স্বাগত বক্তব্য রাখেন হাজী আমির-সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডিআই এম জাহাঙ্গীর আলম।
   এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তিসচিব  মোহাম্মদ কামরুল ইসলাম। 

  প্রধান আলোচক ছিলেন বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন লায়ন মোঃ হুমায়ুন কবির,বাবু অধীর চৌধুরী সহ প্রমুখ।

       জাতীয় শিক্ষাক্রম-২০২৩ ইং এর আলোকে ও নতুন শিক্ষাক্রম নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন স্বনামধন্য প্রশিক্ষক শিক্ষক মুহাম্মদ ইরফান চৌধুরী, শিক্ষক সরোজ আহমেদ ও শিক্ষক আ. ক. ম ফারুক

বিকেএ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন অধ্যক্ষ লুবনা হুমায়ুন সুমি শিক্ষকদের গুনাবলী, শ্রেণি কার্যক্রম পরিচালনা ও শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এতে অতিথি হিসাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  সভাপতি সবাইকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে  ও আয়োজনকে সুন্দর ও সার্থক করায় ধন্যবাদ জানান।