মঙ্গলবার বাংলাদেশ কিন্ডারগার্টেন  এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রামস্থ গুলজার টাওয়ার (প্রসিড অন) অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদিকা লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় ও বিভাগীয় কমিটির 
সভাপতি লায়ন মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন
এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ কে এম নুরুল বশর ভূঁইয়া।

এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিভাগীয় কমিটির পক্ষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ -সভাপতি এম এ মতিন,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার। 

সভায় বিভাগীয় সাধারণ সম্পাদিকা বৃত্তি পরীক্ষা -২৩ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের বিষয়ে এর বিস্তারিত বিবরণ প্রদান করেন। আগামী ১৬ ই জুন-২৩ রোজ শুক্রবার বেলা ৪ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব,ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান করা হবে বলে জানান।
আরো জানানো হয় আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  ও শিক্ষাবিদ অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন প্রধান অতিথি ও কেন্দ্রীয় মহাসচিব ইসকান্দার আলী হাওলাদার প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দও বিভাগীয় নেতৃবৃন্দদ্বয় উপস্থিত থাকবেন। 
সভাপতি সবাইকে ধন্যবাদ জানান ও আগামী১৬/৬/২৩ তারিখের আয়োজনকে সুন্দর ও সার্থক করতে সংগঠন
এর সাথে সম্পৃক্ত সকলের উপস্থিতি কামনা করেন।