১৫ ই অক্টোবর খুলশী চাইল্ড গ্রামার কে,জি স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান, ছাত্র ছাত্রীদের বিনামূল্যে  চক্ষু পরীক্ষা ও খাবার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন এম,ডি,এম মহিউদ্দিন চৌধুরী পি,এম জে এফ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন  জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ। ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম জে এফ।  স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, লায়ন ইন্জিনিয়ার মুজিবুর রহমান,লায়ন ফাতেমা রহমান, লায়ন হুমায়ুন কবির, লায়ন হেলাল উদ্দীন আহমেদ, লায়ন  কামরুজ্জামান এম,জে, এফ, লায়ন ফাতেমা ইসমত আরা, লায়ন সেলিম উদ্দীন  সিকদার এম,জে,এফ,  লায়ন সাইফুল ইসলাম এম জে,এফ , লায়ন হাবিবুর রহমান,লায়ন এনামুল হক, লায়ন সালেহা পারভীন এম, জে, এফ, লায়ন আবুল মনসুর, লায়ন শাহাদাত হোসেন মুন্না, লায়ন তাপস কান্তি তালুকদার, লায়ন  নাবিদুল আলম, বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ সহ লায়ন্স জেলা নেতৃবৃন্দ।