অর্থঋণজারী ৫৪/২০১৭ অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখা, ইসলামী ব্যাংক চাকতাই শাখা ও রূপালী ব্যাংক আগ্রাবাদ শাখা অর্থঋণজারী মামলা ৩৪৫/১৮ । এই ৩ ব্যাংকের ১৬৩কোটি টাকা পাওনা পরিশোধ না করাই ঋণখেলাপী পিতা আহমদ নবী চৌধূরী, মাতা মমতাজ বেগম, পুত্র এস এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেশ ত্যাগে নিশেধাজ্ঞার দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্নজেলা জজ  মুজাহিদুর রহমান ।

 তিনি আজ মঙ্গলবার  আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

উক্ত ব্যবসায়ীরা যেন  দেশত্যাগে করতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্পেশাল পুলিশ সুপার (ইমিগ্রেশন) বিশেষ শাখা বাংলাদেশ পুলিশ মালিবাগকে নির্দেশ দেন।


বর্তমানে তাদের মালিকানায় ৩টি ফিলিং স্টেশন রয়েছে। আহমদ নবী চৌধূরী মালিকানায় আমিন উল্লাহ ওয়েল এজেন্সি কদমতলী চট্টগ্রাম, শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশন শীতলপুর সিতাকুন্ড, চট্টগ্রাম।শাহ আমিন লুবিকেন্টস গ্রীজ ইন্ডা: শিলকবাহা কণফুলি,চট্টগ্রাম।


 ঠিকানা সহ দেয়া হয়েছে,এগুলো এই মামলায় উল্লেখ নেই,বাদী ব‍্যাংকের এডভোকেট এবাদউল্লাহ সাহেব এসব তথ‍্য দিয়েছেন