আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ৩১ মে পর্যন্ত জঙ্গিদের বিচারে গঠিত সন্ত্রাস-বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৬৫৪টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশিদ কিরণের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষে ইতোমধ্যেই সারাদেশে বিভাগীয় পর্যায়ে সন্ত্রাস-বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে আইনমন্ত্রী সংসদকে জানান।
তিনি বলেন, ‘নিরস্ত্র ও নিরপরাধ মানুষ হত্যার সঙ্গে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।