বেসিক ব্যাংকের ১৮৩ কোটি ঋণখেলাপি মামলায় সাবেক এমপি মেহজাবিন দম্পতির বিরুদ্ধে একতরফা রায়, ঋণ পরিশোধে ৬০ দিন সময় বেঁধে দিয়েছেন আদালত। মামলায় আদেশ অমান্য করে আদালতে অনুপস্থিত ও পাসপোর্ট জমা না দেওয়ায় মেহজাবিন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে একতরফা রায় ঘোষণা করেছেন আদালত।

 একই আদেশে এই ঋণখেলাপি মামলায় আইজিনেভিগেশন লিমিটেডের এমডি মেহজাবিন মোরশেদ, তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ ৪ জনকে ১৮৩ কোটি টাকার ডিক্রি ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।