অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থ-বছরে নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৬০ হাজার ৮১৭ জন।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের টেবিলে উপস্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, চলমান অর্থ-বছরে এই পর্যন্ত ৮ লাখ ২৭ হাজার ৩৪৬ জন করদাতা শনাক্তকরণ সম্ভব হয়েছে।
সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তাফা কামাল বলেন, গত ১৩ জুনের হিসেব অনুসারে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান ২৯.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।