বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কড়া সমালোচনায় তোপের মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব থেকে সরে যাব। সোমবার (২৬ জুন) সকালে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে কড়া সমালোচনার মুখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
সংসদ সদস্য মোকাব্বির খান প্রশ্ন তোলেন, সিন্ডিকেট বাণিজ্যমন্ত্রীকে পদে রেখেছে কিনা। সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বাণিজ্যমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।

রুস্তম আলী ফরাজী বলেন, তদারকির অভাবে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে।

মূল্যস্ফিতীর বিষয় নিয়ে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকারের বাজেট বাড়ছে কিন্তু সংসারের বাজেট কমছে। তিনি বলেন, অনেক দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলেও বাংলাদেশ পারছে না। সরকারের ভেতরে দাম বৃদ্ধির সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়ার দাবি জানান শামিম হায়দার পাটোয়ারি।

এসব সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী চাইলে আমি পদত্যাগ করব। ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি।