চট্টগ্রাম অর্থঋণ আদালতের নির্দেশে শীর্ষ ঋণ খেলাপী মোহামদ আলীর মালিকানাধীন নগরীর পতেঙ্গার আলী প্লাজা মার্কেট দখলে নিয়েছে প্রাইম ব্যাংক লিঃ জুবিলী রোড শাখা।
 আদালতের নির্দেশে চাট্টগ্রাম জেলা প্রশাসনের এবং পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম জেলা জজ আদালতের নজির এনামুল হক আকন্দ প্রাইম ব্যাংক লিঃ জুবলী রোড শাখা বরাবরে দখল বুঝিয়ে দেন।

 আদালত সূত্রে জানা গেছে, ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মাস্টার কর্পোরেশনের মালিক মোহাম্মদ আলী তাঁর মালিকানাধীন আলী প্লাজা মার্কেট বন্ধক রেখে প্রাইম ব্যাংক জুবলী রোড শাখা থেকে ঋণ নেন। ঋণ পরিশোধ না করায় সুদে আসলে ৬২ কোটি টাকা আদায়ের দাবীতে ২০১৭ সালে চট্টগ্রাম অর্থঋণ আদালতে জারি মামলা দায়ের করে প্রাইম ব্যাংক। নিলামে মার্কেটটি বিক্রয় না হওয়ায় বন্ধকী সম্পত্তি প্রাইম ব্যাংক বরাবরে মালিকানা সনদ এবং দখল হস্তান্তর করে।
আলী প্লাজা মার্কেটটির বর্তমান বাজার মূল্য ৫০ কোটি টাকা বেশি।