বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউসের গুদামে অগ্নিকাণ্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন ওয়্যার হাউসের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের চায়নিজ এরিয়ায় কনস্ট্রাকশন স্টোর রুমে এই অগ্নকাণ্ড ঘটে।


প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টানেলের নিজস্ব ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।


টানেল কর্তৃপক্ষের পক্ষে প্রকল্প উপপরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, মূল বঙ্গবন্ধু টানেলের বাইরে আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যার হাউসের পরিত্যক্ত একটি গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আবুল কালাম আজাদ আরও জানান, এই অগ্নিকাণ্ডে ওয়্যার হাউসে থাকা টানেলের কিছু পরিত্যক্ত পণ্য পুড়ে গেছে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ওখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছিল। এখন সব নিরাপদে রয়েছে। কোনো সমস্যা নেই।