সময় ও অর্থ বাঁচানোর কিছু টিপস


জীবনের অন্যতম মূল্যবান জিনিস হচ্ছে সময় ও অর্থ। সাফল্য পেতে চাইলে সময়কে সঠিক উপায়ে কাজে লাগানো, সঞ্চয় করা ও অর্থের সঠিক ব্যবহারের বিকল্প নেই। জেনে নিন কীভাবে অপচয় কমাবেন এবং সময়ের সদ্ব্যবহার করবেন।
 

বাসা থেকে বের হওয়ার আগে লাইট ও ফ্যানের সুইচ ঠিকঠাক বন্ধ করেছেন কিনা যাচাই করে নিন।
কফি কিনে খাওয়ার জন্য একটা বড় অর্থ খরচ হয় আমাদের অনেকেরই। এই অর্থ বাঁচাতে কফি বাসাতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করুন।  
ওয়ারড্রব গুছিয়ে রাখার চেষ্টা করুন। এতে প্রয়োজনের সময় পোশাক খুঁজে পাবেন ও বাড়তি পোশাক কেনার অভ্যাস দূর হবে।
অফিসের কাছাকাছি বাসা নেওয়ার চেষ্টা করুন। এতে সময় ও টাকা দুটোই বাঁচবে।
শপিং ওয়েবসাইট অযথা সাবস্ক্রাইব করে রাখবেন না।
গ্রোসারি আইটেম একসাথে বেশি করে কেনার চেষ্টা করুন। এতে কমে কিনতে পারবেন। 
ক্রেডিট কার্ডের বদলে ক্যাশ ব্যবহার করে কেনাকাটা করার চেষ্টা করুন। এতে বাড়তি খরচ এড়াতে পারবেন।
কেনাকাটার লিস্ট বানিয়ে করবেন। এতে ব্যয়ের হিসাব রাখা সহজ হবে।
বাসায় তৈরি করা খাবার খাওয়ার অভ্যাস করুন।