২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি "অল ব্রাদার্স" নামক একটি সংগঠন বাংলাদেশে ভাই দিবস পালন শুরু করেন। 
ভাইবোনের বন্ধন অনেক দৃঢ় একটি বন্ধন। যদিও একটা সময় পর্যন্ত ভাইবোনের খুনসুটি লেগেই থাকে এবং মনে হয় ভাই না থেকে একটি বোন থাকলে অনেক ভালো হতো। কিন্তু একজন মেয়ের নিজের মানসিক দৃঢ়তা বাড়াতে সবচাইতে বেশি সাহায্য করেন তার ভাইটি। ছোটো হোক বা বড় ভাই হোক না কেন তার ভাইয়ের মাধ্যমেই মেয়েটি অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠেন। এই পৃথিবীর সমস্ত কিছুই একে অপরের সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ । 

মানব সংসারের এই বন্ধনের ভিত্তি হল স্নেহ,প্রেম ,মায়া । বিভিন্ন উৎসব,দিবস এই বন্ধন কে আরো সজ়ীব করে তোলে।সব উৎসবেরই মূল মন্ত্র হল মিলনের মন্ত্র,ঐক্যের সুর। ভাই বন্ধন হল সেই রকমই একটি পারিবারিক মিলনের উৎসব।।এই বন্ধনের মধ্যে থাকে ভাই এর প্রতি বোনের আন্তরিক শুভকামনা, ভাই এর মনে থাকে বোনকে  রক্ষা করার দায়ীত্ববোধ। যে শক্তি সকল প্রকার বাধা বিঘ্নতা,প্রতিবন্ধকতা, কাটিয়ে ভাই বোন কে জীবন যুদ্ধে জয় লাভ করার নীরব শপথ করায়।
"অল ব্রাদার্স" সংগঠনের পক্ষ থেকে বলেন, আসুন মমতাময়ী সকল বোনেরা ১৯ ফেব্রুয়ারী“ভাই দিবস” পালন করে সকল ভাইদের ভালবাসাকে সম্মান করি ।