আজ শুক্রবার বিকালে বন্দরনগরী প্রথম-বৃহৎ আন্তর্জাতিক মানের সুপার স্টোর খুলশি মার্টের ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১০ দিন ব্যাপী বিক্রয় উৎসব শুরু ।

প্রধান অতিথি খুলশি মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী কেক ও ফিতা কেটে বিক্রয় উৎসব উদ্বোধন করেন।

খুলশী মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন , ১৭ বছর আগে বন্দরনগরী চট্টগ্রামে প্রথম প্রাশ্চাত্যের আদলে প্রতিষ্ঠিত হয় সুপার শপ খুলশি মার্ট । এর মাধ্যমে চট্টগ্রামের মানুষ একই ছাদের নিচে স্বাচ্ছন্দে কেনা কাটা করার সুযোগ লাভ করে । খুলশি মার্টের এই ধারনা এখন চট্টগ্রাম শহরে সফলভাবে বিস্তৃত । সাফল্যময় অগ্রযাত্রায় খুলশি মার্ট আজ ১৭ তম বর্ষপূর্তি উদযাপন করছে ।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন , গত বছর আমরা ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ' রোড টু সাসটেইনিবিলিটি ক্যাম্পেইন শুরু করেছিলাম । সেই লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আমরা । আগামী ২০২৫ সালের মধ্যে খুলশি মার্ট একটি গ্রীণ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে । এই লক্ষ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় খুলশি মার্ট প্রতিষ্ঠা করেছে একটি গ্রীণ ফরেস্ট । এছাড়া চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় মিনি ফরেস্ট ও ইকো লাইব্রেরী প্রতিষ্ঠা করার জন্যও কাজ করছে খুলশি মার্ট ।

মার্ট প্রমোটরস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী বলেন , আমরা ব্যবসা করে শুধুমাত্র মুনাফা অর্জনকে প্রাধান্য দেই না । আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে চাই । সেই লক্ষ্যে খুলশী মার্টকে একটি গ্রীন কোম্পানি হিসেবেই প্রতিষ্ঠা করতে চাই । খুলশি মার্ট বর্তমানে পলিথিনের ব্যবহার প্রায় ৮০ শতাংশ কমিয়ে এনেছে । এটি শতভাগ বন্ধ করতে কাজ করছি আমরা । কার্বন নিঃসরনের মাধ্যমে আমরা পরিবেশের যতটুকু ক্ষতি করছি তার ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকেই সবুজায়নে এগিয়ে আসতে হবে ।

খুলশি মার্টের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন জানান , ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১০ দিন ব্যাপী বিক্রয় উৎসবে খুলশী মার্ট থেকে শপিং করলেই প্রতিদিন ১০ জন ক্রেতা ফ্রি শপিং - এর সুযোগ পাবেন । মাত্র ১ হাজার টাকার শপিং করে একটি গেম শো - তে অংশ নিয়ে বিজয়ী হওয়ার মাধ্যমে ফ্রি শপিং - এর সুযোগ পাবেন ভাগ্যবান ক্রেতা । এছাড়া থাকবে বিভিন্ন ধরনে ভ্যালু প্যাক গিফট , বিভিন্ন পণ্যের উপর নির্দিষ্ট ছাড়ের পাশাপাশি সমগ্র চট্টগ্রামের মধ্যে সবচেয়ে কম মুল্যে ( কিলার প্রাইচে ) নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করবে খুলশি মার্ট ।

খুলশি মার্টের ব্যবস্থাপক মো:জামাল উদ্দিন জানান , চট্টগ্রাম নগরবাসী এবং দেশি - বিদেশী ক্রেতাদের নিত্য চাহিদা মেটাতে ১৬ বছর পূর্বে অভিজাত খুলশি এলাকায় পথচলা শুরু করে খুলশি মার্ট । পণ্যের শতভাগ গুণগত মান এবং সেরা দামে সেরা পণ্যটি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে খুলশি মার্ট যাত্রা শুরু করেছিলো , সেই লক্ষ্য সমান ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে । এই কারনে চট্টগ্রাম নগরবাসী এবং বিদেশী ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে খুলশি মার্ট । আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত খুলশি মার্টের বিক্রয় উৎসব চলবে ।