বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির একান্ত সহপাঠী গিয়াস উদ্দিন চৌধুরী কুসুম গত ১৭ মার্চ ঢাকায় মতিঝিলের নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ১৮ মার্চ শনিবার বাদ এশা মরহুমের গ্রামের বাড়ি পটিয়া আশিয়া মৌলভী বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম সাংবাদিক গিয়াস উদ্দিন, ১৯৮০ সাল থেকে সাংবাদিকতা শুরু করে। তিনি ১৯৮০ সালে দৈনিক দেশের কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ইজতিহাদের ঢাকা প্রতিনিধি, ইংরেজি পত্রিকা দি পিচ এবং পিপলস ভয়েস পত্রিকার সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি সংবাদপত্র পাঠক সমিতি ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট প্রেসম্যান কাউন্সিলের আহŸায়ক ছিলেন। ১৯৯০ দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অশান্ত ছাত্র রাজনীতির পরিস্থিতিতে কতিপয় দুর্বৃত্ত তৎকালিন ছাত্রনেতা ও বর্তমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে হামলার অপচেষ্টা চালালে গিয়াস উদ্দিন চৌধুরী কুসুম জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে রক্ষা করেন। সাংবাদিক গিয়াস উদ্দিন চৌধুরী কুসুমের মৃত্যুতে তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ প্রেস কাউন্সিল বর্তমান সদস্য গোলাম কিবরিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন, দৈনিক আজকের চট্টগ্রাম সম্পাদক মোহাম্মদ আবদুল হাই, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, দৈনিক পূর্বতারা সম্পাদক সাইফুল আলম সাইফুল আলম সিদ্দিকী ,সাপ্তাহিক আলোকিত স›দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।