নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তবে আর্থিক ও রাজনৈতিক সেই সংকটের মাঝেও খেলাধুলায় তাদের অংশগ্রহণ থেমে নেই। এই তো কাল সোমবার থেকে ভারতের ভুবনেশ্বরে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও থাকছে দ্বীপদেশটি। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে লঙ্কানরা। দুর্দশার মধ্য দিয়ে গেলেও বাংলাদেশকে ভয় পাচ্ছে না মোটেই। উল্টো দিয়ে রেখেছে চোখ-রাঙানি! বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।
সাফের এই আসরটি হচ্ছে ৫ দেশ নিয়ে। লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ অবশ্য ফাইনালেই চোখ রেখেছে। তাই লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই শুরুটা করতে চাইছে। লাল-সবুজ দলের ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ পল স্মলি ম্যাচের আগে বলেছেন, ‘সবারই ম্যাচের দিকে মনোযোগ। প্রস্তুতিও ভালো। তবে প্রথম ম্যাচটি সহজ হবে না। আমরা ভালো খেলার জন্য মাঠে নামবো।’
দলটির ডিফেন্ডার ও অধিনায়ক তানভীর হোসেন টুর্নামেন্টে মাঠে নামার অপেক্ষায় মুখিয়ে আছেন। এখান থেকে দেশের মুখ উজ্জ্বল করার আশাবাদ শুনিয়ে বলেছেন, ‘সবাই সুস্থ আছে। অনুশীলন করেছি। দলে কোনও সমস্যা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাই। যেন এখান থেকে দেশের মুখ উজ্জ্বল করে ফিরে যেতে পারি।’
চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দলেরও চোখ সাফ চ্যাম্পিয়নশিপে। দলটির কোচ রাজামানি দেভাসাগায়াম বলেছেন, ‘শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রস্তুতি খারাপ নয়। দেশের সংকটে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না। আমরা অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করার চেষ্টা করবো। আশা করছি আমরা ভালো ফল উপহার দিতে পারবো।’